ক্রমেই জটিল রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি
- আপডেট সময় : ১১:০২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
রাজধানীর ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। দিন দিন জটিল হয়ে উঠছে পরিস্থিতি। ঢাকার বাইরে কক্সবাজারসহ বিভিন্ন জেলায় ঘটছে বিস্তার। অবস্থা দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। তারা বলছেন, ডেঙ্গুর ৩টি ভেরিয়েন্ট সক্রিয় থাকায় ভয়াবহ রূপ নিতে পারে। কীটতত্ত্ব বিশেষজ্ঞ অধ্যাপক ড. কবিরুল বাশার বলেছেন, ডেঙ্গু থেকে বাঁচতে হটস্পটে ক্র্যাশ প্রোগ্রাম চালানোর পাশাপাশি সারাদেশে মশা নিধন কর্মসূচি জোরদার করতে হবে।
দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড ছাপিয়ে, বারান্দায় ও মেঝেতে চিকিৎসা দেয়া হচ্ছে রোগীদের।
এবার বেশ কয়েকটি ডেঙ্গুর ভিরিয়েন্টের উপস্থিতি পেয়েছে চিকিৎষকরা। হাসপাতালে চিকিৎসা নিতে আসা অধিকাংশ রোগী ডেন-থ্রি বা ডেঙ্গুর ‘তৃতীয়’ ধরণে আক্রান্ত। কোথাও কোথাও ডেন-ফোরের উপস্থিতি মিলছে। যারা আগে এক বা একাধিকবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন, তারাই ডেন-থ্রি এবং ডেন-ফোরে আক্রান্ত হচ্ছে।
রাজধানীর মিরপুর, উত্তরা, মুগদা ও যাত্রাবাড়ি থেকে সবচেয়ে বেশি রোগী আসছে হাসপাতালে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার জানান ডেঙ্গু এখন উদ্বেগের বিষয়। এটি নিয়ন্ত্রণ করতে হটস্পটগুলো চিহ্নিত করে মশা নিধনে চালাতে হবে ক্র্যাশ প্রোগ্রাম।
ঢাকা ও কক্সাবাজারের পাশাপাশি সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ায়, ব্যক্তি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি বেসরকারি সংস্থার সমন্বিত পদক্ষেপের পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ।