ক্রাইস্টচার্চ টেস্টে বড় সংগ্রহের পথে নিউজিল্যান্ড
- আপডেট সময় : ০১:৩৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
- / ১৫২৮ বার পড়া হয়েছে
ক্রাইস্টচার্চ টেস্ট টেস্টে বড় সংগ্রহের পথে নিউজিল্যান্ড। প্রথম দিন শেষে বাংলাদেশের বিপক্ষে কিউইদের সংগ্রহ ১ উইকেটে ৩৪৯ রান। সেঞ্চুরি তুলে আলো ছড়িয়েছেন টম ল্যাথাম।
এর আগে টস জিতে টেস্টের প্রথম দিনের সকালের সেশনে সবুজ উইকেটের ফায়দা কাজে লাগাতে পারেননি টাইগাররা। উল্টো সফরকারী বোলারদের শাসন করে সেঞ্চুরি পূর্ণ করেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। শতক হাঁকাতে তিনি ১৩৩ বলে খেলেছেন ১৭টি চারের মার। এর আগেও দুই বার আউট হওয়া থেকে বেঁচে যান এই কিউই। ম্যাচের ৯ম ওভারের দ্বিতীয় ও পঞ্চম বলে স্বাগতিক অধিনায়ক টম ল্যাথামকে এবাদত হোসেনের বলে দুইবার আউট দেন আম্পায়ার। কিন্তু দুইবারই রিভিউ নিয়ে জীবন ফিরে পান এই ওপেনার। তবে দলীয় স্কোর যখন ১৪৮, তখনই ইয়াংকে নাঈমের তালুবন্দি করে ফেরান শরিফুল ইসলাম। ইনজুরির কারণে উইনিং একাদশে দু’টি পরিবর্তন আনতে বাধ্য হয় বাংলাদেশ। চোটের কারণে ছিটকে যাওয়া মাহমুদুল হাসান জয়ের পরিবর্তে শততম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয় নাঈম শেখের। আর গ্রোয়িন ইনজুরিতে পড়া মুশফিকুর রহিমের জায়গা নিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।