ক্রিকেটার থেকে রাতারাতি চোরাকারবারী
- আপডেট সময় : ০৯:৪১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
ক্রিকেটার থেকে রাতারাতি চোরাকারবারী এরশাদুল হক। মাছের আড়ালে মাদক ব্যবসা চালানোর অভিযোগ তার বিরুদ্ধে। অবশেষে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদকের এই গডফাদার ঢাকার উত্তরায় ধরা পড়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জালে। দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদুজ্জামান।
১২ লাখ রোহিঙ্গার বসবাস বাংলাদেশে। তাদের অনেকেই জড়িত মাদক ব্যবসার সাথে।তাদের সাথে প্রতিদিন নতুন করে যুক্ত হচ্ছে বাংলাদেশের মাদক ব্যবসায়ীরা ।
তেমনি একজন মাদক ব্যবসায়ী এরশাদুল হক। বাবার মাছের ব্যবসার আড়ালে চলতো তার মাদক ব্যবসা।
মঙ্গলবার রাতে উত্তরা থেকে তাকে ৩৩ হাজার ইয়াবা গ্রেফতার করে মাদকদ্রব্য অধিদপ্তর। এসময় তার কাছ থেকে জব্দ করা হয় একটি মোবাইল ফোন।
ডিএনসির উপ পরিচালক জানান, রোহিঙ্গাদের মাধ্যমে নৌপথে ইয়াবার চালান বাংলাদেশে নিয়ে আসতেন।
এই চক্রের বাকিদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি।