ক্রিকেট বোর্ড ছেড়ে যাওয়ার কথা বলেননি আকরাম খান : বিসিবি সভাপতি
- আপডেট সময় : ০৭:১৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
ক্রিকেট বোর্ড ছেড়ে যাওয়ার কথা বলেননি আকরাম খান। ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে না থাকলেও, অন্য কমিটিতে থাকার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শুক্রবার বিসিবির নতুন স্ট্যান্ডিং কমিটির ঘোষণা আসবে বলেও জানান তিনি।
দেশের ক্রিকেটে এখন টক অব দ্য টাউন আকরাম খান। বিসিবি থেকে সরে যাচ্ছেন তিনি। এই ইস্যু নিয়ে আলোচনা এখন তুঙ্গে।
পারিবারিক সিদ্ধান্তে বিসিবি ছাড়ছেন বলে গনমাধ্যমকে নিজেই জানান আকরাম খান। এ ব্যাপারে বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা করে বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা। সে বিষয়ে আলোচনা করেন বিসিবি বোর্ড সভাপতি ও আকরাম খানসহ উর্দ্ধতন কর্মকর্তারা।
ছেড়ে দেয়ার বিষয়ে বিসিবি সভাপতি’র সঙ্গে কথাই বলেননি আকরাম। বরং, অন্য কমিটিতে থাকার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান, নাজমুল হাসান।
তবে, ধোয়াশা কাটেনি। শুক্রবার ষোষণা করা হবে বিসিবির নতুন স্ট্যান্ডিং কমিটি। সেখানও থাকবে পারে বড় চমক।