ক্রিমিয়া সেতুতে নাশকতা চালানোর জন্য ইউক্রেন দায়ী : পুতিন
- আপডেট সময় : ০৬:৩১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
- / ১৫৯১ বার পড়া হয়েছে
ক্রিমিয়া সেতুতে নাশকতা চালানোর জন্য সরাসরি ইউক্রেনকে দায়ী করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক ভিডিও বার্তায় তিনি এ হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছেন। পুতিন বলেন, রাশিয়ার বেসামরিক অবকাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ ধ্বংস করার লক্ষ্যে ইউক্রেনের গোয়েন্দা বাহিনী এ হামলা চালিয়েছে।
রাশিয়ার তদন্ত কমিটির প্রধান আলেকজান্ডার বাস্ট্রিকিনের সঙ্গে বৈঠক শেষে পুতিন এসব কথা বলেন। এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। বিস্ফোরণে একটি ট্রাক ও একটি প্রাইভেট কার ধ্বংস হয়েছে। এই দুটি যানবাহনের সব যাত্রীই নিহত হয়েছেন বলে জানিয়েছে রাশিয়া। এ বিষয়ে পুতিন বলেন, নিঃসন্দেহে এটি সন্ত্রাসী তৎপরতা। গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনা ধ্বংসই ছিল এ নাশকতার মূল উদ্দেশ্য। হামলা কার্যকরের পেছনে ছিল ইউক্রেনীয় সেনা-প্রশাসনের হাত। আর এতে ইন্ধন যুগিয়েছে পশ্চিমা বিশ্ব এবং রাশিয়ার কিছু রাষ্ট্রদ্রোহী।
তবে রাশিয়ার এ দাবি নাকচ করেছে ইউক্রেন।