ক্রেতাদের উপস্থিতিতে জমজমাট হয়ে উঠছে শপিংমলগুলো
- আপডেট সময় : ০১:৪৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
- / ১৫৮০ বার পড়া হয়েছে
সময় যত গড়াচ্ছে ক্রেতাদের উপস্থিতিতে ততই জমজমাট হয়ে উঠছে রাজধানীর শপিংমলগুলো। ঈদকে সামনে রেখে শেষ সময়ের বেচাকেনায় ব্যাস্ত ক্রেতা বিক্রেতারা। ক্রেতাদের আকৃষ্ট করতে নানা ধরনের জামা কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। অন্যদিকে ক্রেতারাও তাদের পছন্দের পোষাক কিনতে ভীড় করছেন মার্কেট গুলোতে।
উৎসব মানেই নতুন পোষাক আর প্রসাধনী। তাই ঈদকে ঘিরে মার্কেটগুলোতে থাকে উপচে পড়া ভীড়। ঈদের আর বাকি মাত্র কয়েকদিন। তাই শেষের দিকের ভীড় এড়াতে আগে ভাগেই পরিবার পরিজন নিয়ে কিনে ফেলছেন নতুন পোষাক। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও পোষাকের বাহারী ডিজাইন নিয়ে সন্তুষ্ট ক্রেতারা।
বিক্রেতারা জানান পোষাকের ভিন্নতা আনার চেষ্টা করেছেন তারা। কিন্তু উপকরণ সহ পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় দাম এবার কিছুটা বেশি। বিক্রেতাদের আশা গতবছরের তুলনায় এবার চাহিদা অনুযায়ী বেচাকেনা করতে পারবেন তারা। ঈদের কেনাকাটায় পিছিয়ে নেই শিশুরাও। পরিবারের সাথে তারাও এসেছে নেজেদের পছন্দের পোষাক কিনতে।