ক্রয়মূল্য দিলে সবক্ষেত্রে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১১:৫৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্রয়মূল্য দিলে সবক্ষেত্রে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা। আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। বাংলাদেশ এখন ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ। স্বাধীনতার পরে এ পর্যায়ে আসতে পারবে কেউ ভাবতে পারেনি। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিনিয়োগ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, শুধু বিদেশীরা নয়, দেশের যুব সমাজও যাতে বিনিয়োগে এগিয়ে আসে সে লক্ষে যা যা করা দরকার সবই করছে সরকার। সরকার গত ১৪ বছরে শান্তিপুর্নভাবে ব্যবসার পরিবেশ তৈরি করেছে । তাই ব্যবসায়ীদের ডিজিটাল ডিভাইজ তৈরি ও রপ্তানি খাতে বিনিয়োগের অন্যতম ক্ষেত্র কৃষির পাশাপাশি প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের আহবানও জানান সরকার প্রধান। । প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশ ব্যবসাবান্ধব হয়েছে। এখন ব্যবসা করতে হাওয়া ভবনের মতো আর কাউকে অর্থ দিতে হয় না। বিনিয়োগ ভবন দেশের ব্যবসা-বাণিজ্য প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলেও জানান প্রধানমন্ত্রী।