ক্লিনফিড বাস্তবায়নের সিদ্ধান্ত থেকে সরকার এক চুলও নড়বে না : তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
বিদেশী চ্যানেলের ক্লিনফিড বাস্তবায়নের সিদ্ধান্ত থেকে সরকার এক চুলও নড়বে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। দুপুরে সচিবালয়ে সম্পাদক ফোরামের সাথে বৈঠক চলাকালে সাংবাদিকদের একথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ক্লিনফিড বাস্তবায়ন সহজ কাজ ছিল না। ১৫ বছরে এটি বাস্তবায়িত হয়নি। এবার স্থির সিদ্ধান্ত নিয়ে আগেভাগে গ্রাউন্ড ওয়ার্ক করে এবং যেসব জায়গা থেকে কথা উঠতে পারে, তাদের সবাইকে অবহিত করে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে বলে জানান তিনি। সার্বিকভাবে গণমাধ্যমে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন মাধ্যমে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান মন্ত্রী।