ক্ষতিগ্রস্তদের সহায়তার নামে উপহাস করছে সরকার : মির্জা আব্বাস

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৫:২১ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
- / ১৭৭২ বার পড়া হয়েছে
বঙ্গবাজারের আগুনে পুড়ে যাওয়া স্থান পরিদর্শনে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার নামে সরকার উপহাস করছে। আগুন নিয়ন্ত্রণ ও ক্ষতি কমাতে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
পুড়ে যাওয়া বঙ্গবাজার পরিদর্শনে যান স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে বিএনপি’র প্রতিনিধি দল। ঘটনাস্থল ঘুরে সাংবাদিকদের তিনি বলেন, ব্যবসায়ীদের ক্ষতি পূরণ হবার নয়।
পরিদর্শনে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। আগুণ নিয়ন্ত্রণ ও ক্ষতি কমাতে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
এমন ঘটনার পুনরাবৃতি যাতে আর না ঘটে সেজন্য সংশ্লিষ্টদের আরো সতর্ক থাকার আহ্বান জানান জিএম কাদের ।