ক্ষতির মুখে নরসিংদীর সরিষা আবাদ

- আপডেট সময় : ০১:৪৯:১২ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
নরসিংদীতে প্রতি বছরই বাড়ছে সরিষার আবাদ। অল্প খরচে বেশী লাভজনক হওয়ায় সরিষা আবাদে ঝুঁকছেন কৃষক। তবে এবছর সরিষা চষের শুরুতে বৈরী আবহাওয়া ও বৃষ্টিপাতের কারণে সরিষা চারা নষ্ট হয়ে যাওয়ায় ক্ষতির মুখে তারা। কৃষি বিভাগ বলছে, সরিষা চাষে ক্ষতি পুষিয়ে উঠতে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণ ও পরামর্শ দেয়া হয়েছে।
এবছর জেলায় ৫ হাজার ৫৩ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। যা গত বছরের তুলনায় ৪৭ হেক্টর বেশী। জেলার বিভিন্ন স্থানে বারি-১৪, বীণা-৯ ও বারি-১৭ জাতের সরিষা চাষ হচ্ছে। তবে কম সময়ে বেশী ফলন ও লাভজনক হওয়ায় বারি-১৪ জাতের সরিষার আবাদ বেশী হয়েছে। তবে এবছর সরিষা চষের শুরুতে বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় লাভের পরিমান কম হবে বলে মনে করছেন কৃষক।
এছাড়া আমন ও বোরো ধানের মধ্যবর্তী সময়ে সরিষা চাষে একদিকে যেমন লাভবান হচ্ছেন কৃষক অন্যদিকে সরিষার পাতা পঁচে জৈব সার হিসেবে জমির উর্বরতা বৃদ্ধি পাচ্ছে। এতে পরবর্তী ধান চাষে খরচ কম হবে বলে জানিয়েছেন কৃষক।
সয়াবিনের উপর নির্ভরশীলতা কমিয়ে সাধারণ মানুষের কাছে সরিষার সেই পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে বিশেষভাবে সরিষা চাষে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন, কৃষি বিভাগ।
কৃষি বিভাগ বলছে, সরিষার আবাদ বাড়াতে এ বছর ৩ হাজার কৃষককে কৃষি প্রণোদনার আওতায় এনে সরিষার বীজ ও সার দেয়া হয়েছে।