ক্ষমতাসীনরা মিথ্যাচার করে জিয়াউর রহমানকে খাটো করার অপচেষ্টা করছে: মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:২৫:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
ক্ষমতাসীনরা মিথ্যাচার করে জিয়াউর রহমানকে খাটো করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই দেশের স্বাধীনতা ঘোষণা দিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যিনি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করলেন, একই সঙ্গে জনগণ তাকে রাষ্ট্র পরিচালনারও দায়িত্ব দিলেন। অথচ বিভিন্ন পত্র-পত্রিকায় তার সম্পর্কে নানা মিথ্যা কথা বলে তাকে খাটো করার অপচেষ্টা করা হচ্ছে। দুপুরে এক ভার্চুয়াল আলোচনা সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে ও ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে অনলাইনে স্মরণ সভার আয়োজন করা হয়। এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ক্রীড়াঙ্গনের বিশিষ্টজনরা।জাতীয় ক্রিকেট দলকে আন্তর্জাতিক মানের করতে প্রয়াত আরাফাত রহমান কোকোর নানা অবদানের কথা তুলে ধরেন বিএনপি ও সাবেক ক্রীড়া ব্যক্তিত্বরা।দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে জড়িয়ে কয়েকটি গণমাধ্যমের মিথ্যা তথ্যের সমালোচনা করেন বিএনপি মহাসচিব।
সরকারের দমন-পীড়ন নীতির ফলে—স্বাভাবিক কর্মকান্ড চালানো যাচ্ছে না বলেও দাবি করেন তিনি।উদার গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সমাজের সব শ্রেনী-পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।