ক্ষমতা পেয়েই সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর ঘোষণা পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০২:০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরপরই সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন মুসলিম লীগ নেতা শাহবাজ শরিফ। সরকারে শুরু হয়েছে নতুন মন্ত্রিসভা গঠনের কার্যক্রম। কারা থাকছেন? কে স্থান পাচ্ছেন মন্ত্রিসভায়? এইসব কৌতুহল এখন পাক রাজনীতিতে।
ক্ষমতার আসনে বসেই সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন ১৫ থেকে বাড়িয়ে ২৫ হাজার রুপি করার ঘোষণা দেন শাহবাজ।
মন্ত্রিপরিষদ গঠনকে কেন্দ্র করেই এখন চলছে সব জল্পনা-কল্পনা। প্রয়াত প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টোর পুত্র বিলাওয়াল ভুট্টো পররাষ্ট্রমন্ত্রীর প্রতিযোগিতায় রয়েছের সবার আগে।
পাকিস্তানের নতুন সরকার প্রধানকে স্বাগত জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ বিশ্ব নেতারা।
সময়ে বদলেছে ক্ষমতার পটুভূমি। মসনদ ছেড়ে পিটিআই এখন রাজপথে। আর বিরোধীজোট সরকারে। প্রতিবাদে দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়াচ্ছে পিটিআই’র সমর্থকরা। এ সুযোগে আবারও নির্বাচন দাবী তুলছেন ইমরান খান।
সব নিয়ম ভেঙে অচিরেই অর্থনীতি ও রাজনৈতিকভাবে স্থিতিশীল হবে পাকিস্তান প্রত্যাশা বিশ্লেষকদের