ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোর জন্য ৪৮৪ বিলিয়ন ডলারের নতুন একটি সহযোগিতা প্যাকেজে সমর্থন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের কংগ্রেস দেশটির ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোর জন্য ৪৮৪ বিলিয়ন ডলারের নতুন একটি সহযোগিতা প্যাকেজে সমর্থন দিয়েছে।
বৃহস্পতিবার কংগ্রেসের নিম্নকক্ষ- প্রতিনিধি পরিষদে এ সংক্রান্ত বিলটি ৩৮৮-৫ ভোটে অনুমোদিত হয়। রিপাবলিকান নিয়ন্ত্রিত উচ্চকক্ষ সিনেটে মঙ্গলবারই বিলটি পাস হয়েছিল। দুই কক্ষে পাস হওয়ার পর বিলটি এখন প্রেসিডেন্টের দপ্তরে যাবে; ডোনাল্ড ট্রাম্পের সই পেলে এটি পরিণত হবে আইনে। ৪৮৪ বিলিয়ন ডলারের এ সহযোগিতা প্যাকেজসহ কোভিড-১৯ এর তাৎক্ষণিক ও অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের প্রণোদনা তহবিলের আকার প্রায় ৩ ট্রিলিয়ন ডলারে দাঁড়াচ্ছে। দেশটি এর আগে করোনাভাইরাস মোকাবেলায় দুই দশমিক দুই ট্রিলিয়ন ডলারের তহবিলের ঘোষণা দিয়েছিল।