ক্ষুধা-দারিদ্র্যমুক্ত দেশ গড়ার পদক্ষেপ প্রস্তাবিত বাজেট : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
ক্ষুধা-দারিদ্র্যমুক্ত দেশ গড়ার পদক্ষেপের চ্যালেঞ্জ নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে সংসদে জানালেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। আগামী অর্থবছরে শেষ নাগাদ মূল্যস্ফীতি নিয়ন্ত্রেণে আসবে বলেও প্রত্যাশা করছেন সরকার প্রধান। নির্বাচনী ইস্তেহার অনুযায়ী দেশের মানুষের জীবন-মান উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল জাতীয় সংসদে অর্থবিল পাসের মধ্যে ১ জুলাই থেকে আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট কার্যকর হবে।
জাতীয় সংসদের অধিবেশনে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকার প্রধান বলেন, বাজেট শতভাগ বাস্তবায়ন সম্ভব নয়, তবে ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বাস্তবায়নযোগ্য। আওয়ামী লীগ সরকার সে চ্যালেঞ্জ নিয়েই কাজ করছে।
মানুষের কষ্ট লাগবে ফ্যামেলি কার্ড ও স্বল্পমূল্যে খাদ্যপণ্য বিক্রির ব্যবস্থা করা হয়েছে জানিয়ে সরকার প্রধান বলেন, আগামী অর্থবছরে শেষ নাগাদ মূল্যস্ফীতি নিয়ন্ত্রেণে আসলে স্বস্তি ফিরবে জনমনে।
বিদ্যুত ও জ্বালানি সমস্যা সমাধানে সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছে বলেও জানান শেখ হাসিনা। তবে এই খাতে অপচয়রোধে ভর্তুকি কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
টেকসই সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে নির্বাচনী ইস্তেহার অনুযায়ী আওয়ামী লীগ সরকার এগিয়ে যাচ্ছে বলে দাবি করেন বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা।