কয়লা খনিতে সম্প্রীতি চীন থেকে আসা পাঁচ কর্মকর্তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে সম্প্রীতি চীন থেকে আসা পাঁচ কর্মকর্তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, প্রায় ১০ দিন আগে চীন থেকে আসা ওই কর্মকর্তাদের কয়লা খনির অভ্যন্তরের হাসপাতালে রাখা হয়েছে। সেখানকার চিকিৎসকরা তাদেরকে পর্যবেক্ষণ করছেন। তবে তাদের মধ্যে এখনও করোনা ভাইরাসের লক্ষণ নেই বলে জানা গেছে। এদিকে, বড়পুকুরিয়া কয়লা খনিতে ঠিকাদারি প্রতিষ্ঠানের অধিনে চীনের ৫ শতাধিক কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন। তবে তারা ছুটিতে গেলে বা ফিরে এলে খনি কর্তৃপক্ষকে অবগত করা হয় না বলে জানিয়েছেন উপ-মহাব্যবস্থাপক একেএম বদরুল আলম।