কয়েকটি জেলায় করোনায় কর্মহীনদের মাঝে ত্রাণ ও চিকিৎসা সেবা প্রদান
- আপডেট সময় : ০৭:৩২:১২ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
বিভিন্ন জেলায় করোনায় কর্মহীনদের মাঝে ত্রাণ ও চিকিৎসা সেবা দিয়েছে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
করোনায় আক্রান্ত বগুড়ার ২৯৫ জনকে ৫ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জিয়াউল হক। এছাড়াও ক্ষতিগ্রস্থ বিভিন্ন পেশার ২৬৮ জনকে খাদ্য সহায়তা দেয়া হয়।
নওগাঁর ধামইরহাটে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প করা হয়েছে। দুপুরে উপজেলার আড়ানগর কমিউনিটি ক্লিনিকে ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া অঞ্চলের ২৬ পদাতিক ব্রিগেডের সেভেন ইস্ট বেঙ্গলের তত্ত্বাবধানে এই ক্যাম্প করা হয়।
নাটোরে ৩৩৩ নম্বরে খাদ্যসামগ্রীর আবেদনকারীদের মাঝে ত্রাণ এবং মসজিদ-মন্দিরে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। দুপুরে নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসব খাদ্যসামগ্রী ও চেক প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
জামালপুরে করোনায় কর্মহীন ১হাজার ৪শ’ পরিবহন শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রান বিতরণ করেন জেলা প্রশাসক মুর্শেদা জামান, জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী ও অতিরিক্ত জেলা প্রশাসক মোখলেছুর রহমানসহ অন্যরা।
ময়মনসিংহে করোনায় কর্মহীন হয়ে পড়া বেদে সম্প্রদায়ের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে জেলা পুলিশ।
কুষ্টিয়ায় শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
সাতক্ষীয়ায় করোনায় দুস্থ মানুষের বাড়িতে গিয়ে খাদ্য সহায়তা দিচ্ছে জেলা যুবলীগ।প্রধানমন্ত্রী উপহার হিসেবে ঈদ পর্যন্ত প্রতিদিন ১শ’ পরিবারকে এ সহায়তা দেয়া হবে ।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের মাঝে ওষুধ বিতরণ করেছে কেন্দ্রীয় বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবুল।