কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি
- আপডেট সময় : ০৫:৩৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমারসহ সবগুলো নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, জেলার সবগুলো নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও এখনো বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে শিগগিরই বিপদসীমা ছাড়ানোর আশংকা রয়েছে।
উজান থেকে নেমে আসা পানি ও কয়েকদিনের অতি বৃষ্টিতে বাড়তে শুরু করেছে নওগাঁর ছোট যমুনা নদীর পানি। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, গেল এক সপ্তাহে ছোট যমুনার পানি বেড়েছে ৩ সেন্টিমিটার।
এদিকে, টানাবৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ফেনীর মুহুরী নদীর ৩টি স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। এতে প্লাবিত হয়েছে অন্তত ১০টি গ্রাম। নদীর পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যে ভাঙ্গন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।