খরার কবলে পড়েছে মৌলভীবাজার হাওরের বোরো ধান
- আপডেট সময় : ০১:৫৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
খরার কবলে পড়েছে মৌলভীবাজার হাওরের বোরো ধান। কৃষি বিভাগ বলছে, রোগ-বালাই না থাকায় এবার ফলন ভালো হয়েছে। তবে, অনাবৃষ্টির কারণে উৎপাদন কিছুটা ঝুঁকিতে পড়েছে। জলাশয় থেকে সেচের মাধ্যমে ক্ষেতে পানি দেয়ার পরামর্শ দিয়েছেন তারা।
মৌলভীবাজার হাওরের বোরো ধান খরার কবলে পড়েছে। অনাবৃষ্টি আর বিকল্প সেচ সুবিধা না থাকায় জমি ফেটে চৌচির হয়ে গেছে। ধান গাছ মরে যাচ্ছে দেখে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে কৃষকের।
অনেক চাষি এনজিও ও দাদন ব্যবসায়ীর কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে চাষাবাদ করেছে। ফসল বিক্রি করে ঋণ পরিশোধ করার কথা। প্রকৃতির বৈরি আচরণে ভবিষ্যৎ নিয়ে এখন শংকিত তারা।
জেলায় এবার প্রায় ৬০ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। খরা মোকাবেলায় ক্ষেতের পাশের জলাশয় থেকে পানি সেচের পরামর্শ দিয়েছে, কৃষি বিভাগ। বোরো ধান রক্ষা করতে না পারলে কৃষকের ক্ষতির পাশাপাশি দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণতাও হুমকির মুখে পড়বে বলে মনে করে সংশ্লিষ্টরা।