খাদ্যপণ্যের পাশাপাশি লাগামহীনভাবে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় প্রসাধন সামগ্রীর দামও
- আপডেট সময় : ০৯:১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
খাদ্যপণ্যের পাশাপাশি লাগামহীনভাবে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় প্রসাধন সামগ্রীর দামও। বছরজুড়েই সাবান, শ্যাম্পু, হ্যান্ডওয়াশ, টুথপেস্ট থেকে শুরু করে সবকিছুর দাম বেড়েছে দফায় দফায়। গেলো একমাসে অন্তত ১০ থেকে ২০ শতাংশ দাম বাড়ানো হয়েছে। এসব পণ্যের বাড়তি খরচ মেটাতে হিমশিম অবস্থা সাধারণ মানুষের।
করোনার এই সময়ে পরিস্কার-পরিচ্ছন্নতার ওপর জোর দিচ্ছেন সবাই। এ নিয়ে মানুষের মাঝে আগের তুলনায় বেড়েছে সচেতনতা । মানুষের দৈনন্দিন ব্যবহৃত সাবান, শ্যাম্পু , গুড়া সাবান এবং হ্যান্ডওয়াশের মতো পণ্যের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে এ সব পণ্যের দামও বেড়েছে খানিকটা। বাড়তি খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ।
তারা বলছেন, খাদ্যদ্রব্যের ক্ষেত্রে সরকারের তদারকির যেমন নেই এসব পণ্যের মূল্য বৃদ্ধির ব্যাপারেও কোনো নজরদারি নেই।
কয়েক মাসের মধ্যে সাবান, শ্যাম্পু, টুথপেস্টের দাম অস্বাভাবিক বেড়েছে। ফলে এসব পণ্য বিক্রি করতে ক্রেতাদের সাথে প্রায়ই কথা-কাটাকাটি হয় বিক্রেতাদের।
সাবানের দাম বৃদ্ধি পেয়েছে ১০-১৫ টাকা, গুঁড়া সাবানের দাম ১০-২০ টাকা, শ্যাম্পুর দাম ১০- ১৫ টাকা, থালাবাসন পরিষ্কারে ব্যবহৃত ভিম সাবানের দাম ২-১০ টাকা, টুথপেস্টের দাম ১০ টাকা। এসব পণ্যের দাম বেড়েছে অন্তত ১০ থেকে ২০ শতাংশ।প্রকারভেদে ১, ২ মাসের ব্যবধানে সর্বনিম্ন ২-৩ টাকা থেকে ১০-২০ টাকা পর্যন্ত বেড়েছে।
তাই উৎপাদন সীমিত হওয়ায় এর প্রভাব দামের ক্ষেত্রে পড়ছে বলে মনে করেন অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম ।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে পণ্যের বাড়তি দামের কারণে জীবন যাত্রার ব্যয় মেটাতে দিশেহারা সাধারণ মানুষ ।