খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ চায়নি বিএনপি : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৮:১৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক, এটা চায়নি বিএনপি সরকার। বিদেশ থেকে ভিক্ষা করতে হাত পাতাই ছিলো আগের সরকারগুলোর নীতি বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, খাদ্যে স্বয়ংসম্পন্ন হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে বর্তমান সরকার। সকালে গণবভন থেকে ভার্চুয়ালি বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে ৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান করা হয়।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, উৎপাদন বাড়াতে পারলে বিশ্বে খাদ্য সংকট হলেও দেশে প্রভাব পড়বে না। তাই কৃষি উৎপাদন বাড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী ।
বিদেশ থেকে ভিক্ষা পাওয়া বন্ধ হোক, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক, এটা চায়নি বিএনপি সরকার- এমন অভিযোগ করে সরকার প্রধান বলেন, অন্য দেশের কাছে হাত পেতে চলাই ছিল, আগের সরকারগুলোর নীতি।
পচনশীল কৃষিপণ্য রক্ষায় অঞ্চলভিত্তিক আন্তর্জাতিক মানের সংরক্ষণাগার গড়ে তুলতে সরকারে সহায়তা নিশ্চিত করা হবে বলে জানান তিনি।
কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তেলের দাম বাড়ায় পরিবহন খরচও বেড়েছে। তারপরও কৃষকদের ভর্তুকি দেয়া অব্যাহত রয়েছে ।