খাদ্য ভেজালকারী ও দুর্নীতিবাজদের শক্ত হাতে দমনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০১:৪১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
খাদ্য ভেজালকারী ও দুর্নীতিবাজদের শক্ত হাতে দমনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় খাদ্য নিরাপত্তা দিবসে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সকল মানুষ আত্মনির্ভরশীল হলেই দেশের উন্নতি হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে খাদ্য মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রীর পক্ষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, অভ্যন্তরীণ সম্পদ ব্যবহার করে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। দারিদ্রতা কমিয়ে এনে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানোর জন্য কাজ করছে সরকার। সারাদেশের হোটেল, রেস্তোরাঁসহ অনলাইন ব্যবসায়ীদের মানসম্মত ও নিরাপদ খাদ্য সরবরাহ নজরদারিতে রাখতে এবং এসব ক্ষেত্রে পরিবহনের জন্য ডাক বিভাগকে ব্যবহার করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।