খাদ্য সংকটে পড়ার শঙ্কা রয়েছে ইউরোপের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
খাদ্য সংকটে পড়ার শঙ্কা রয়েছে ইউরোপের। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা জানিয়েছে এমন শঙ্কা।
সংস্থাটি বলছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ভেঙ্গে গেছে গম ও ভুট্টা সরবরাহে শীর্ষে থাকা দেশ দু’টির শস্য উৎপাদন ও রফতানির অবকাঠামো। ফলে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম বেড়ে যেতে পারে ২০ শতাংশ পর্যন্ত। যার প্রভাব সবচেয়ে বেশি পড়ছে ইউরোপের দেশগুলোতে। রুশ-ইউক্রেন যুদ্ধের সরাসরি প্রভাব পড়ছে খাদ্য সরবরাহ ব্যবস্থায়। ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে বন্ধ রয়েছে দেশটি থেকে গম ও ভুট্টা রফতানি। অন্যদিকে, যুদ্ধ ও পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া গুরুত্ব দিচ্ছে নিজস্ব চাহিদার দিকে। ফলে রাশিয়া থেকেও শস্য রফতানি হচ্ছে না। অথচ দেশ দু’টির গম ও ভুট্টার প্রধান আমদানিকারক ইউরোপের দেশগুলো।