খানাখন্দে ভরা নওগাঁর সরু সড়ক
- আপডেট সময় : ০৫:৪৪:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
নওগাঁ শহরজুড়েই খানাখন্দে ভরা সরু সড়কে। ভোর হলেই হাজারও অটোরিক্সার জ্যামে পা ফেলা দায়। সড়কগুলো সংস্কার হয়নি বহুদিন। অন্যদিকে প্রধান সড়ক ৪ লেনে উন্নিত হবার কথা থাকলেও, ঝুলে আছে আশ্বাসে।
নওগাঁয় সড়ক সমস্যাকে জটিল করেছে ৩ চাকার অটোরিক্সা। সকাল হলেই অন্তত ৫ হাজার অবৈধ এই পরিবহন দাপিয়ে বেড়ায় পুরো শহরে। এমন পরিস্থিতে হাঁপিয়ে উঠেছে নগরবাসী। কর্মঘন্টা নষ্ট হচ্ছে যাত্রীদের
সড়ক সমস্যায় পৌরসভা মেয়র নিজের দায় ভার চাপাচ্ছেন পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ার ওপর। অন্যদিকে শহরে অবৈধ অটোরিক্সা বন্ধে কাজ চলছে বলে দাবি করেছে পুলিশ।
এদিকে দীর্ঘদিন ধরে শহরের প্রধান সড়কটি চার লেনে উন্নিত হবার কথা থাকলেও তা কেবল আলোচনাতেই আটকে আছে। সড়ক বিভাগ বলছে, পরিকল্পনা অনুযায়ী প্রস্তাবনা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। একনেক কমিটিতে অনুমোদন হলেই শুরু হবে কাজ।
১৯৬৩ সালে এই শহর ঘিরে গড়ে উঠা পৌরসভা প্রথম শ্রেনীর তকমা নিয়েছে ৮৯ সালে। যার আয়তন প্রায় ৩৯ বর্গ কিলোমিটার।