খাবার, বাচ্চা, ভ্যাকসিন এবং উপকরণের দাম বেড়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে অধিকাংশ পোল্ট্রি খামার
- আপডেট সময় : ০২:৪৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
- / ১৫৯২ বার পড়া হয়েছে
খাবার, বাচ্চা, ভ্যাকসিন এবং উপকরণের দাম বেড়ে যাওয়ায় টিকতে না পেরে বন্ধ হয়ে গেছে বগুড়ার অধিকাংশ পোল্ট্রি খামার। বেকারত্ব ঘোচাতে যে যুবকরা মুরগির খামার গড়েছিলেন, তারা এখন চরম লোকসানে। ব্যবসা ধরে রাখতে সরকারি প্রণোদনা চান এ খাতের উদ্যোক্তারা।
চাল,আলু,মরিচের পর উত্তরাঞ্চলের জেলাগুলোর মধ্যে পোল্ট্রি সেক্টরে স্বয়ংসম্পূর্ণ ছিলো বগুড়া। হাজারো যুবকের কর্মসংস্থান হয়েছে এই খাতে। এখানকার উৎপাদিত ডিম, মুরগির দখলে ছিলো সারাদেশের বাজার। সেই সেক্টর এখন হুমকির মুখে। দু’হাজার টাকা বস্তার মুরগির খাবার এখন ৩ হাজার ২০০ টাকার বেশি। ভ্যাকসিন অন্যান্য উপকরণের দামও বেড়েছে অস্বাভাবিকহারে ।
উদ্যোক্তাদের অভিযোগ, প্রতি কেজি বয়লারে উৎপাদন খরচ প্রায় ১২০ টাকা। পাইকারি বিক্রি হয় ১৩০ টাকা। সোনালী জাতের মুরগি এবং ডিমের উৎপাদন খরচও বেড়েছে অনেক । লোকসানে খামার ও হ্যাচারি বন্ধ করে দিচ্ছেন তারা।
লোকসানের কথা স্বীকার করে টিকিয়ে রাখতে নানা পরামর্শ দেয়ার কথা জানালেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
সরকারি হিসেবে বগুড়ায় ছোট বড় মুরগির খামার রয়েছে ১১ হাজারেরও বেশি।