খালবিলে পানি বেড়ে যাওয়ায় লোকালয়ে ঢুকছে সাপ
- আপডেট সময় : ১২:৪৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
বর্ষাকালে আবাদি জমি ও খালবিলে পানি বেড়ে যাওয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ছে সাপ। গ্রাম অঞ্চলের বেশিরভাগ মানুষ সাপে কাটলে ছুটে যান ওঁঝার কাছে। সম্প্রতি রাসেলস ভাইপার আতংক ছড়িয়েছে দেশের বিভিন্ন স্থানে। তবে সাপে কাটলে দ্রুত হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
দিন দিন উজার হচ্ছে গারো পাহাড়ের বনাঞ্চল।এতে দূর্বল হচ্ছে প্রাণীদের আবাসস্থল। ফলে প্রাণীদের জীবন হানী ঘটছে। একই সাথে মৃত্যু ঝুঁকিতে পড়ছে মানুষ। কারণ বনের প্রাণী চলে আসছে লোকালয়ে।
সাপে কাটা বেশিরভাগ রোগী মারা যায় অসচেতনতায়। এখনো গ্রামের বেশিরভাগ সাপে কাটা মানুষের ভরসা কবিরাজ,ওঁঝা।
সচেতনতার অভাবে, সাপ নিয়ে কুসংস্কার থেকে বের হতে পারছে না গ্রামাঞ্চলের মানুষ।
প্রতিবছর ৩০ শতাংশ ফসল নষ্ট করে ইঁদুর। অতিরিক্ত সাপ নিধন হলে বাড়বে ইঁদুর, এতে ফসল হারিয়ে লোকসানে পড়বে কৃষক; বলছেন এ কৃষিবিদ….
রাসেলস ভাইপার নিয়ে বেশকিছু গুজব প্রচলিত আছে; যার সবগুলো আতংকের জন্ম দেয়।
আক্রান্ত হলে কবিরাজ বা সাপুরের কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে আসার পরামর্শ এ চিকিৎসকের।
দেশে রাসেলস ভাইপারের চেয়ে আরও বিষধর সাপ রয়েছে পাঁচ থেকে ছয়টি। তাছাড়া বিশ্বের সেরা ৩০টি বিষধর সাপের তালিকায় নাম নেই এটি। তাই আতংকিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।