খালাস চেয়ে হাইকোর্টে আপিল আবেদন মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিন্নি’র
- আপডেট সময় : ০৮:৩৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
খালাস চেয়ে হাইকোর্টে আপিল আবেদন করেছে বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়েশা সিদ্দিকা মিন্নি।
মঙ্গলবার করা এই আপিলের ওপর আদালতে শুনানি করবেন মিন্নির আইনজীবী জেড আই খান পান্না। এদিকে গত ৪ অক্টোবর আয়শা সিদ্দিকা মিন্নিসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ আসামির মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছায়। এর আগে গত ৩০ সেপ্টেম্বর আলোচিত এ মামলায় মিন্নিসহ ছয় আসামির মৃত্যুদণ্ড ও চারজনকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান। ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে জখম করে নয়ন বন্ডের গড়া কিশোর গ্যাং বন্ড গ্রুপ। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। ২ জুলাই মামলার প্রধান আসামি নয়ন বন্ড তার দলের সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়।