খালেদার বিদেশে চিকিৎসার বিষয়ে আজই মতামত জানানো হবেঃ আইনমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার বিষয়ে আজকেই মতামত দেয়ার কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আইনগত মতামত দেয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও জানানো হয়েছে। এদিকে, খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণে জরুরী মেডিকেল বসছে বলেও জানা গেছে। গেলো রাতে তার চিকিৎসা বোর্ডের সদস্য ডা. জাহিদ হোসেন সাংবাদিকদের কাছে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি তুলে ধরে জানান, তাঁর স্বাস্থ্যের অবস্থার কোন উন্নতি নেই। আগের মতোই আছে। গেলো ১১ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে ২৭ মার্চ থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি নেত্রী। ৩ মে তার শ্বাসকষ্ট শুরু হলে সিসিইউতে স্থানান্তর করা হয় খালেদা জিয়াকে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান চিকিৎসক দল।