খালেদা জিয়াকে নতুন করে কিছু পরীক্ষা দিয়েছে মেডিকেল বোর্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৮:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নতুন কিছু পরীক্ষা দিয়েছে মেডিকেল বোর্ড।
গেলো রাতে চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত ১০ সদস্যের মেডিকেল বোর্ড সব পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে এ সিদ্ধান্ত দেন। আজ সোমবারও কিছু পরীক্ষার কথা রয়েছে। এরপরেই বেগম জিয়াকে বাসায় নেয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানানো হয়। খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল বলে জানান তাঁর চিকিৎসক দল। করোনাভাইরাসে আক্রান্তের পর পরবর্তী চিকিৎসা নিতে গেল ২৭ এপ্রিল মঙ্গলবারে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্ত হন তিনি।