খালেদা জিয়াকে বন্দী রেখে সরকার মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে : ফখরুল
- আপডেট সময় : ০৭:১৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭১১ বার পড়া হয়েছে
খালেদা জিয়াকে বন্দী রেখে সরকার মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা করেন, বিদেশে চিকিৎসার জন্য পরিবারের আবেদনে সরকার সাড়া দিবে। তিনি বলেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সরকার ক্ষমতায় টিকে আছে। রাজধানীর নয়াপল্টনে মহিলা দলের নারী সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল। আর রাজপথে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করার ঘোষণা দেন, মহিলা দলের নেতাকর্মীরা।
খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করাসহ সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীর নয়া পল্টন দলের কেন্দ্রীয় কার্যালয় সামনে নারী সমাবেশ করে জাতীয়তাবাদী মহিলা দল।
সমাবেশ সফল করতে বিভিন্ন জেলা থেকে আসে মহিলা দলের অসংখ্য নেতাকর্মী।বর্তমান সরকারের সময় নারী পুরুষ কেউই নিরাপদ নয় জানিয়ে, অবিলম্বে সরকারের পতন দাবি করেন মহিলা দলের কেন্দ্রীয় নেত্রীরা। সমাবেশের প্রধান বক্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, খালেদা জিয়ার মুক্তির ফয়সালা হবে রাজপথেই।
প্রধান অতিথি বিএনপি মহাসচিব আশা করেন, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য পরিবারের আবেদনে সাড়া দেবে সরকার। =বর্তমান সরকার আবার ক্ষমতায় আসলে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না বলে আশঙ্কা জানান তিনি। নারীদের অধিকার নিশ্চিত করতে হলে, বর্তমান সরকারকে হটাতে হবে। তাই নারী-পুরুষ মিলে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।