খালেদা জিয়ার অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটলে সরকারের সবাইকে হত্যার আসামি করা হবে: ফখরুল
- আপডেট সময় : ০৮:৪৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটলে, সরকারের সবাইকে হত্যার আসামি করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার জেনেশুনে পূর্বপরিকল্পিতভাবে খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়ে অষ্টমবারের মতো ঢাকাসহ সারাদেশে প্রতিবাদী কর্মসূচি পালন করছে বিএনপি। জাতীয় প্রেসক্লাবের সমানে বুধবার দুপুরে প্রতিবাদী মানবন্ধন করে দলটি।
এসময় দলের নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের মৌলিক অধিকার ধ্বংস করে দিয়েছে। গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘঠানোর হুমকি দেন তারা।
সরকার পূর্বপরিকল্পিতভাবে খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার আইনের অজুহাতে তাকে বিদেশে চিকিৎসা দিতে চাচ্ছে না।
তিনি অভিযোগ করেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের সহযোগিতায় তত্ত্বাবধায়ক সরকার অধীনে থাকা নির্বাচন ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ। ভবিষ্যতে জনগণের সরকার প্রতিষ্ঠা হলে বিচারপতি খায়রুল হকের বিচার করা হবে বলেও জানান মির্জা ফখরুল।
রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।