খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবীতে সারাদেশ বিক্ষোভ সমাবেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১০:১৬ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৭১ বার পড়া হয়েছে
খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবীতে সারাদেশ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে মহানগর ও জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। বরিশালের দলীয় কার্যালয়ে খন্ড-খন্ড মিছিল নিয়ে জড়ো হন নেতা-কর্মীরা। বক্তারা বলেন, বাকস্বাধীনতা হরণকারী সরকার খালেদা জিয়াকে ভয় পায় বলেই মিথ্যা মামলায় আটকে রেখেছে। বিএনপির চেয়ারপার্সনকে দ্রুত দেশের বাইরে পাঠানোর দাবিতে স্লোগান দেন নেতাকর্মীরা। এদিকে, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে ভোলা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ। ভোলায় কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ।