খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির গণঅনশন কর্মসূচি চলছে
- আপডেট সময় : ০১:৫৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির গণঅনশন কর্মসূচি চলছে। সকাল ৯ টায় শুরু হওয়া কর্মসুচি চলবে বিকেল ৪টা পর্যন্ত। শুরুতেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ফ্যাসিবাদী সরকার খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার অনুমতি দিচ্ছে না। নেতা-কর্মীদের শান্তিপূর্ণভাবে কর্মসুচি পালনের আহ্বান জানান তিনি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে শনিবার সকাল থেকেই নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অনশন কর্মসূচিতে নেতাকর্মীদের ঢল নামে।
এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সমমনা বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা।এসময় তৃণমূল নেতারা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করেন। অন্যথায় শীর্ষ নেতাদের কাছে কঠোর কর্মসূচি চান তারা।কর্মসূচীতে অংশ নিয়ে সংহতি জানান ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্ট নেতারা। খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সোচ্চার ছিলেন তারা।
আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, সরকার অযৌক্তিকভাবে খালেদা জিয়াকে চিকিৎসা বঞ্চিত করছে।গণতন্ত্রের মূর্ত প্রতীক খালেদা জিয়াকে উন্নত চিকিৎসায় বিদেশ যেতে সরকার অনুমতি দিচ্ছে না বলে আবারও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার অনুমতি না দিলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় বিএনপি।