শ্বাসকষ্ট ও ফুসফুসে পানি জমে যাওয়ায় আবারও করোনারি কেয়ার ইউনিটে খালেদা জিয়া

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
- / ১৬০৪ বার পড়া হয়েছে
শ্বাসকষ্ট ও ফুসফুসে পানি জমে যাওয়ায় আবারও করোনারি কেয়ার ইউনিটে নেয়া হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।
সোমবার দিবাগত রাত পৌনে ৪টায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সপ্তম তলার কেবিন থেকে চতুর্থ তলায় সিসিইউতে স্থানান্তর করা হয়। দুপুর ১২টার দিকে তাকে আবারও কেবিনে নেয়া হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই। দিন দিন তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে। গত বৃহস্পতিবারও তাকে এক দফা সিসিইউতে নেয়া হয়। গত ৯ আগস্ট হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। এরপর থেকে কয়েক দফায় তাকে সিসিইউতে নেয়া হয়।