খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য না করতে সরকারের প্রতি আহবান
- আপডেট সময় : ০৭:১৪:৩১ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য না করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হুঁশিয়ারি দেন, বাজে কথা বলে জনগণকে বিভ্রান্ত করলে তার পরিনাম ভালো হবে না। এদিকে, খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় বিদেশ যাওয়ার অনুমতি নয়, তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
বেগম খালেদা জিয়ার ইস্যুসহ সম-সাময়িক নানা বিষয় নিয়ে রোববার দুপুরে অনলাইন সংবাদ সম্মেলনে যুক্ত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনাক্তের ২৭ দিন পর খালেদা জিয়া করোনা মুক্ত হয়েছেন জানিয়ে পরবর্তী তার শারীরিক অবস্থা তুলে ধরে তিনি।
বিএনপি নেত্রীর অসুস্থতা নিয়ে আপত্তিকর বক্তব্য না দেয়ার আহবান জানান মির্জা ফখরুল।এর আগে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে যোগ দিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, খালেদা জিয়া নি:শর্ত মুক্তি দাবি করেন।
করোনায় আক্রান্ত হবার কয়েকদিন পর থেকে এখনো ঢাকার একটি হাসাপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।