খালেদা জিয়াকে পরিকল্পিত হত্যার ষড়যন্ত্র করছে সরকার
- আপডেট সময় : ০২:০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
খালেদা জিয়ার অনাকাঙ্ক্ষিত কিছু হলে সরকারের প্রত্যেককে হত্যার আসামি করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের চেয়ারপারসনের শারীরিক অবস্থার অবনতির প্রসংগে তিনি এ হুঁশিয়ারী দেন।
বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে মানববন্ধন কর্মসূচিতে এ হুঁশিয়ারী দেন তিনি। মির্জা ফখরুল বলেন, কোনো রকম রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী না হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এ মুহূর্তে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা দরকার। চিকিৎসকরা আন্তরিকভাবে চেষ্টা চালাচ্ছেন। কিন্তু যে কোনো সময় তার জীবন নিয়ে আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হতে পারে। এসময় তিনি রাজপথে অংশ নেয়া সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়ে অষ্টমবারের মতো ঢাকাসহ সারাদেশে প্রতিবাদী কর্মসূচি পালন করছে বিএনপি। এর আগে কর্মসূচি শুরুর পর হঠাৎ নিজেদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে বিএনপি মহাসচিব নেতাকর্মীদের থামানোর চেষ্টা করেন। প্রায় ২০ মিনিট ধরে হাতাহাতির পরে আবারও শুরু হয় কর্মসূচি।