বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত এখনো হয়নি
- আপডেট সময় : ০৭:১৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত এখনো হয়নি। আইনী জটিলতা যাচাইশেষে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এর আগে গেলো রাতে পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর সংগে দেখা করে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য আবেদন করেন ছোট ভাই শামিম ইস্কান্দার। আবেদনটি মানবিক বিবেচনায় নেয়ার আশা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঢাকার এভারকেয়ার হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া।
শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় বিদেশে চিকিৎসা করাতে গেলো রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করে ছোট ভাই শামিম ইস্কান্দার।
তা গ্রহণ করে সরকার ইতিবাচক দৃষ্টিতে দেখবে আশ্বস্ত করে বিষয়টি আইন মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এ নিয়ে সকাল থেকেই চলে নানা কার্য্ক্রম। দুপুর ২ টার দিকে গুলশানে আইনমন্ত্রীর বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি জানান, খালেদা জিয়ার আবেদনটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
এর পর বেলা ৪টার দিকে খালেদা জিয়ার বিদেশ গমনের আবেদনের বিষয়ে আবারো সরকারে অবস্থান তুলে ধরে আইনমন্ত্রী বলেন, আবেদনটিতে সুপারিশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে, সিদ্ধান্ত আজ নয় বলেও জানান তিনি।
বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে সরকারের অনুষ্ঠানিক ঘোষণায় দিনভর অপেক্ষায় ছিলো বিএনপির নেতারা।
এর আগে গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব আশা করেন, বেগম জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখবে সরকার।
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি রাজনীতি করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর এমন বক্তব্যের কড়া সমালোচনা করেন মির্জা ফখরুল।