খালেদা জিয়াকে মুক্ত করা না গেলে গণতন্ত্রকে মুক্ত করা যাবে না: গয়েশ্বর
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
খালেদা জিয়াকে মুক্ত করা না গেলে গণতন্ত্রকে মুক্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুকের রোগমুক্তির দোয়া ও আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন একই সূত্রে গাঁথা বলেও জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্যে দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জানতে চান, পুলিশের আইজিপি বেনজির আহমেদ বোট ক্লাবের সভাপতি কি ভাবে হন? গুম, খুন ও ধর্ষণের মতো গুরুত্বপূর্ণ লাখ লাখ মামলার বিচার না করে সরকার খালেদা জিয়ার জন্মতারিখ নিয়ে বিচার বিভাগের সময় নষ্ট করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন বিএনপি নেতা আলাল।