খালেদা জিয়ার করা আবেদনের শুনানি পিছিয়ে বৃহস্পতিবার পুনর্নিধারণ
- আপডেট সময় : ০৩:০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
- / ১৫২৮ বার পড়া হয়েছে
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন চেয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার করা আবেদনের শুনানি পিছিয়ে বৃহস্পতিবার পুনর্নিধারণ করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমদু হোসেনের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ আজ এই আদেশ দেন। আদেশে বলা হয়, চেম্বার আদালত পুর্নাঙ্গ বেঞ্চে শুনানির জন্য বিষয়টি পাঠিয়েছেন এবং দুজন বিচারপতির অনুপস্থিতির কারণে শুনানির দিন পিছানো হলো। সর্বোচ্চ আদালতের এই আদেশের পর খালেদা জিয়ার জামিনের প্রশ্নে ভিন্ন ভিন্ন মন্তব্য করেন উভয় পক্ষের আইনজীবীরা।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে গেল বছর ২৯ অক্টোবর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত পাঁচ। বিচারিক আদালতের ওই আদেশের বিরুদ্ধে খালাস এবং জামিন চেয়ে হাইকোর্ট আবেদন করেন খালেদা জিয়া। চলতি বছর ৩১ জুলাই বিএনপি চেয়ারপার্সনের ওই আবেদনও খারিজ করে দেয় উচ্চ আদালত।
গেল ১৪ নভেম্বর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামিন চেয়ে আপিল করেন খালেদা জিয়ার আইনজীবীরা। শুনানি নিয়ে, বিষয়টি পূর্নাঙ্গে বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন চেম্বার বিচারপতি। সোমবার আপিল বিভাগে পূর্নাঙ্গ বেঞ্চ না বসায়, বৃহস্পতিবার শুনানির জন্য পাঠিয়ে দেন প্রধান বিচারপতি। তবে দুদকের আইনজীবী জানান, রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী হিসেবে দুর্নীতিকে প্রশ্রয় দেয়ার কারণেই বিচারিক আদালত খালেদা জিয়াকে সাজা দিয়েছে এবং দুদক সেই যুক্তিই তুলে ধরবে। এই মামলা খালেদা জিয়ার মুক্তি মিলবে কিনা তা সর্বোচ্চ আদালতের চূড়ান্ত শুনানিতেই নির্ধারিত হবে বলেও জানান আইনজীবীরা।