খালেদা জিয়ার চিকিৎসাকে ইস্যু বানিয়ে বিএনপির উদ্দেশ্য এখন দেশকে অস্থিতিশীল করা

- আপডেট সময় : ০৮:৫৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
খালেদা জিয়ার চিকিৎসাকে ইস্যু বানিয়ে বিএনপির উদ্দেশ্য এখন দেশকে অস্থিতিশীল করা। এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশের আইন জিয়াউর রহমানের গতিতে নয়, চলবে আইনের গতিতে। দুপুরে ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ায় আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
রাজনীতি ও সমসাময়িক বিষয়ে শুক্রবার গণমাধ্যমে ব্রিফ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাবে তিনি বলেন, এখন মায়াকান্না করলেও খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য জনগণের চোখে পড়ার মতো একটি মিছিলও করতে পারেনি তারা।
এদিকে সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌর আওয়ামী লীগের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে, আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আন্দোলন করে কখনো মানবিকতা আদায় করা যায় না।
ওদিকে দুপুরে জাতীয় প্রেসক্লাবে ৭৩তম বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক আচরণ থেকে বিএনপির অনেক কিছুই শেখার রয়েছে।