খালেদা জিয়ার জীবন বাচাতে আন্দোলন গড়ে তুলতে জাতীয় ঐক্য প্রয়োজন : নোমান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৯:২১ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
খালেদা জিয়া এখন জাতীয় সম্পদে পরিণত হয়েছেন। তাই তার জীবন বাচাতে আন্দোলন গড়ে তুলতে জাতীয় ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
সকালে জাতীয় প্রেসক্লাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এসোসিয়েশনের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনাসভায় এসব কথা বলেন তিনি। খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের নিশ্চয়তা পেতে হলে বিএনপিকে আন্দোলনের কৌশল পরিবর্তন করারও পরামর্শ দেন তিনি। বলেন, সরকারের পতন না হলে খালেদা জিয়ার জীবন এমনকি গণতন্ত্রের নিশ্চয়তা পাওয়া যাবে না। তাই দেশকে রক্ষা করতে হলে জাতীয় ঐক্য গঠন করে সরকার পতনের এক দফা আন্দোলন ঘোষণা করতে হবে।