খালেদা জিয়ার নাশকতা ও মানহানি মামলায় স্থগিতাদেশ বহাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা তিনটি নাশকতার ও একটি মানহানি মামলার কার্যক্রমের ওপর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
একইসঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে হাইকোর্টের রুল শুনানি করতে বলা হয়েছে। মামলাগুলো সচল চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানিশেষে রোববার বিচারপতি ইমান আলীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির। আর বেগম খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। এর আগে ২০১৪ সালের নির্বাচনের আগে ও পরে গাড়ি ভাঙচুরসহ অগ্নিসংযোগের অভিযোগে খালেদা জিয়াকে হুকুমের আসামি করে নাশকতার মামলাগুলো দায়ের করে পুলিশ। এই চার মামলাসহ মোট ১১ মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ বহাল রাখলো আপিল বিভাগ।