খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রী যে মহানুভবতা দেখিয়েছে তা নজিরজিহীন : তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মহানুভবতা দেখিয়েছে তা নজিরজিহীন বরে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সকালে ৫৬তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে হত্যাকরাসহ দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করে বিএনপি। এখন খালেদা জিয়ার অসুস্থ্যতাকে সামনে এনে সাধারণ মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে তারা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরিণ আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ।