খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে দেশজুড়ে স্মারকলিপি দিয়েছে বিএনপি
- আপডেট সময় : ০৬:২০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসায় বিদেশে পাঠানোর দাবিতে সারাদেশে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে দলের নেতা-কর্মীরা। এ সময় অনেকে অভিযোগ করেন, রেড অ্যালার্ট দিয়ে সরকার দেশজুড়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে। এ সমস্ত অপকৌশল বাদ দিয়ে সরকারের উচিত খালেদা জিয়ার মুক্তি ও তার চিকিৎসার ব্যবস্থা করা। অনেক জেলায় বিক্ষোভ মিছিলও করেছে বিএনপি।
মেহেরপুরে সকালে জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্য্যালয়ে স্মারকলিপি হস্তান্তর করা হয়।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবিতে বরিশালে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন দলীয় নেতৃবৃন্দ। দুপুরে জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের কাছে পৃথক ৩টি স্মারকলিপি দেন মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি।
রেড অ্যালার্ট দিয়ে সরকার ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে, এসমস্ত অপকৌশল না করে সরকারের উচিত খালেদা জিয়ার মুক্তি এবং তার চিকিৎসা ব্যবস্থা করা–এমন মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে ময়মনসিংহ উত্তর-দক্ষিণ জেলা এবং মহানগর বিএনপি। দুপুরে দলীয় কার্যালয় থেকে মিছিলসহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে জেলা প্রশাসক মুহাম্মদ এনামুল হকের নিকট স্মারকলিপি প্রদান করেন দলের নেতারা।
একই দাবিতে স্মারকলিপি দিয়েছে নাটোর জাতীয়তাবাদী আইনজীবি পরিষদ। বিকেলে জেলা প্রশাসক শামিম আহম্মেদের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আইনজীবি পরিষদের সাধারণ সম্পাদক শরিফুল হক মুক্তারসহ আরো অনেকেই।
একই দাবীতে জামালপুরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে বিএনপি। এ সময় বক্তারা খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়ার অনুমতি ও মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান।
সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জেলা প্রশাসকের কাছেও স্মারকলিপি দিয়েছে কুড়িগ্রাম জেলা বিএনপি। সকালে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের কাছে স্মারকলিপি পৌঁছে দেন দলের নেতারা।
চেয়ারপার্সনের মুক্তি ও সুচিকিৎসায় বিদেশে যেতে দাবিতে স্মারকলিপি দিয়েছে গোপালগঞ্জ জেলা বিএনপির নেতার্মীরা।
এছাড়াও, দিনাজপুর, সাতক্ষীরা, টাঙ্গাইল, কুষ্টিয়া, যশোর, নেত্রকোণা ও মানিকগঞ্জে জেলা প্রশাসক বরারব স্মারকলিপি দিয়েছে বিএনপি।