খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ আইনি নয়- মানবিকতার বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৫৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
আইন অনুযায়ী খালেদা জিয়ার বিদেশ যাবার কোনো সুযোগ নেই। এটা মানবিক বিবেচনার বিষয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের প্রেক্ষিতে দুপুরে সচিবালয়ে এ কথা বলেন তিনি। আইন মন্ত্রণালয়ের পাঠানো মতামতে এ কথাই বলা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির উদ্যোগে কোন বাধা মেনে নেয়া হবে না।
সচিবালয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটির সভায় যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে তার ছোট ভাই শামীম ইস্কান্দার একটি চিঠি দিয়েছেন। সেটা পর্যালোচনা করে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইন্সটিটিউটে বীর মুক্তিযুদ্ধাদের সম্মাননা দেয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, নির্বাচন কমিশন গঠনের পক্রিয়া রাষ্ট্রপতির উদ্যোগে এগিয়ে যাবে।
অনুষ্ঠানে আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।