খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয় প্রক্রিয়াধীন : স্বরাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আবারো বাড়ানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি আইন মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
সচিবালয়ে সাংবাদিকরা আইন মন্ত্রণালয়ের মতামত সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেপ্টেম্বরের ২৪ তারিখে দণ্ড স্থগিতের মেয়াদ শেষ হবে খালেদা জিয়ার। তার পরিবারের আবেদনে আইন মন্ত্রণালয় যে অভিমত দিয়েছে, সে অনুযায়ীই প্রক্রিয়া চলছে। দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া কারাবন্দী ছিলেন। নির্বাহী আদেশে তাঁর দণ্ড স্থগিত রয়েছে। নানা ধরনের শারীরিক জটিলতার মধ্যে গত এপ্রিলে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন।ইতোমধ্যে দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর বিষয়ে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়।