খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত বিএনপি’র
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেছে বিএনপি।
১৫ আগষ্ট বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার ৭৬তম জন্মদিন উপলক্ষে ঢাকার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন। এ সময় রুহুল কবির রিজভী বলেন, মামলা-হামলা, গুম ও খুনের ভয় দেখিয়ে- বাক স্বাধীনতা হরণ করে সরকার ভয়াল দিনাতিপাতে বাধ্য করছে জনগণকে। সরকার অন্যায়ভাবে খালেদা জিয়াকে দু’বছর বন্দি রাখলেও গণতন্ত্রের স্বার্থে তিনি আপোষ করেননি বলেও মন্তব্য করেন রিজভী। এ সময় তিনি আরো বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন-সংগ্রামের লড়াইয়ে গণতন্ত্র শিগগিরই মুক্তি পাবে। এসময় সরকারের অনিয়ম ও দুর্নীতির কড়া সমালোচনাও করেন তিনি।