খালেদা জিয়ার সাজা স্থগিত হয়েছে দুটি শর্তে : আইনমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
- / ১৮৫৬ বার পড়া হয়েছে
দুটি শর্তে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন, আইনমন্ত্রী আনিসুল হক।
দুপুরে সাভারের আশুলিয়ায় বিভিন্ন পোশাক কারখানা মালিক, শ্রমিক ও বেপজার কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা শেষে গণমাধ্যমের কাছে এ কথা বলেন তিনি। মন্ত্রী আরো বলেন, দণ্ডপ্রাপ্ত হওয়ার পরও ফৌজদারি কার্যবিধির চার’শ এক ধারায় খালেদা জিয়ার সাজার মেয়াদ স্থগিত করে মুক্তি দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতার কারণে মুক্তি পেয়েছেন খালেদা জিয়া। এ সময় আইনমন্ত্রী আরও বলেন, সরকার গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা বাড়িয়ে দিয়েছে।