খালেদা জিয়া করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কোয়ারেন্টিনেই থাকবেন :মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:৫০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কোয়ারেন্টিনেই থাকবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারাগার থেকে ছয় মাসের জামিনে বেরুনোর পর কোয়ারেন্টিনের ১৫ দিন অতিবাহিত হওয়ার পর টেলিফোনে এ তথ্য জানান তিনি।বিদেশে উন্নত চিকিৎসায় নিষেধাজ্ঞা আরোপ করায় সরকারে সমালোচনা করেন মির্জা ফখরুল।
দেশে করোনা ভাইরাসের বিস্তার লাভের সময়, গেল ২৫ মার্চ সাময়িক মুক্তির পর,বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে তার গুলশানের বাসায় কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেন,চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।
১৪ দিনের মেয়াদ শেষ করলেও, খালেদা জিয়া হোম কোয়ারেন্টিনেই থাকবেন বলে সাংবাদিকদের টেলিফোনে জানান বিএনপির মহাসচিব । বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দলীয় প্রধান কোয়ারেন্টিনে নিরাপদে থাকবেন।
খালেদা জিয়া গুরুতর অসুস্থ উল্লেখ করে, দেশের চিকিৎসা সেবা নিয়ে উদ্বেগ জানান তিনি। উন্নত চিকিৎসায় সরকার তাকে বিদেশ যাবার অনুমতি না দেয়ার সমালোচনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মেডিকেল বোর্ডের মাধ্যমে লন্ডন থেকে তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়েদা রহমানই খালেদা জিয়ার সার্বিক চিকিৎসার বিষয়টি পর্যবেক্ষণ করছেন।