খালেদা জিয়া না থাকলে আওয়ামী লীগও থাকবে না : হুঁশিয়ারী ফখরুলের
- আপডেট সময় : ০৮:০৭:১২ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
জিয়াউর রহমানকে হত্যা করে বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র যেমন সফল হয়নি, তেমন বিনা চিকিৎসায় বেগম খালেদা জিয়াকে হত্যা করেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসায় বিদেশ পাঠানোর দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি। সমাবেশে বিএনপি নেতারা খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র রক্ষায় সরকার পতনে একদফা আন্দোলন ঘোষণার দাবি জানান।
খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসায় বিদেশে পাঠানোর দাবিতে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। মহানগর ছাড়াও আশেপাশের জেলা থেকেও অংশ নেন নেতাকর্মীরা। প্রধান অতিথি ছিলেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ জানান, বিএনপিকে ধ্বংস করতেই সুপরিকল্পিতভাবে খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার।
তিনি আরো বলেন, দুর্বার আন্দোলন ছাড়া খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয়। তাই গণতন্ত্র ও দেশের স্বাধীনতা রক্ষায় একদফা আন্দোলনের প্রস্তুতি নিতে আহবান জানান তিনি।
সমাবেশে অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আমানুল্লাহ আমান বলেন, দলনেত্রীকে স্লো পয়জনিং করার বিষয়টি ফাঁসের ভায়েই সরকার তাকে বিদেশে পাঠাতে ভয় পাচ্ছে।
ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন অন্য নেতারাও।