খালেদা জিয়া পুরোনো জটিলতায় স্বাস্থ্য ঝুকিতে: মির্জা ফখরুল
- আপডেট সময় : ০২:৫৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
খালেদা জিয়া পোষ্ট কোভিড থেকে মুক্ত হলেও পুরোনো জটিলতায় স্বাস্থ্য ঝুকিতে রয়েছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পোষ্ট কোভিড থেকে তিনি ভালো থাকলেও কিডনী ও হার্টের চিকিৎসা নিয়ে তার চিকিৎসকরা চিন্তিত বলেও জানান তিনি। রিমান্ডের নামে দলীয় নেতাকর্মীদের নির্যান করা হচ্ছে দাবি করে অবিলম্বে খালেদা জিয়া,নিপুর রায় ও আসলাম চৌধুরীসহ আটক নেতাকর্মীদের মুক্তিসহ সব মামলা প্রত্যাহারের দাবি জানান বিএনপি মহাসচিব। সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।
শুক্রবার সকালে রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি।দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন।এসময়ে দলটির নেতারা নেতাকর্মীদের গ্রেফতার ও তাদের ওপর দমন পীড়নের সমালোচনা করেন।
আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্র ধ্বংস করে গণতন্ত্রের কবর রচনা করছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।সাংবাদিকের এক প্রশ্নের জবাবে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি তুলে ধরেন তিনি।
অবিলম্বে খালেদা জিয়া নিপুর রায় ও আসলাম চৌধুরীসহ গ্রেফতার সব নেতাকর্মীদের মুক্তি ও সব মামলা প্রত্যাহারে দাবি জানান বিএনপি মহাসচিব।